প্রকাশিত: Mon, Feb 19, 2024 1:54 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:57 PM

[১]প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টার সম্পাদককে ‘খোলা চিঠি’

বিশ্বজিৎ দত্ত: [২] ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি প্রীতি উরাং ও ফেরদৌসীর পরিবারকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সহায়তা করার দাবি জানানো হয়েছে চিঠিতে।

[৩] ঢাকার মোহাম্মদপুরে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে ‘নিচে পড়ে’ গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামের একটি প্ল্যাটফর্ম।

[৪] কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ওই ঘটনা নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিবৃতির বিষয়বস্তুতে ‘হতাশা’ প্রকাশ করে তার কাছে একটি খোলা চিঠি দিয়েছে এই মঞ্চ।

[৫] ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ এর পক্ষে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম গতকাল রোববার গণমাধ্যমে এ চিঠি পাঠান।

[৬] তিনি বলেন, আমরা চিঠিটি ডেইলি স্টারকে মেইল করেছি। আজকে সরাসরি গিয়েও সম্পাদকের কাছে এটা দেওয়া হয়েছে।

[৭]চিঠিতে অবিলম্বে আমরা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং নিহত গৃহকর্মী প্রীতি উরাং ও আরেক গৃহকর্মী ফেরদৌসির পরিবারকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছি।

[৮] ডেইলি স্টার সম্পাদকের ব্যক্তিগত সহকারী মাহাদী হাসান রাতুল জানিয়েছেন, ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ এর দেওয়া ওই চিঠি তিনি হাতে পেয়েছেন।